B.K.D News digital

6/recent/ticker-posts

জাতীয় ফায়ার সার্ভিস সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হল মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশনে


গঙ্গাজলঘাটি, বাঁকুড়া: মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশন (M.T.P.S) সি আই এস এফ(C.I.S.F)ফায়ার সার্ভিস সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠান উদযাপন হল মঙ্গলবার। ১৪ই এপ্রিল থেকে ২১শে এপ্রিল পর্যন্ত ফায়ার সার্ভিস সপ্তাহ চলাকালীন এম টি পি এস (MTPS)মেজিয়া এর সি আই এস এফ (CISF )ফায়ার উইং অগ্নি প্রতিরোধের জন্য একটি বৃহত্তম পরিষদের প্রশিক্ষণ প্রচার অভিযান পরিচালনা করলেন। এই সময়ে এম টি পি এস মেজিয়ার কর্মচারী ও শ্রমিক, এম টি পি এস মেজিয়া হাসপাতালের কর্মচারী, স্কুলের শিশু ও গৃহিণীদের অগ্নি প্রতিরোধের প্রশিক্ষণ দেওয়া হয় এবং এই উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। যেমন কুইজ প্রতিযোগিতা ও অঙ্কন প্রতিযোগিতা। ফায়ার সার্ভিস সপ্তাহের প্রতিযোগিতায় প্রধান অতিথি পুরস্কার প্রদান করে উৎসাহিত করেন প্রতিযোগীদের। এই উপলক্ষে সি আই এস এফ এম টি পি এস মেজিয়া কমান্ডেন্ট শ্রী সনু সিং সিকারওয়ার বলেছেন যে সি আই এস এফ ফায়ার উইং সারা বছর ধরে অগ্নি প্রতিরোধের জন্য মানুষের মধ্যে সচেতন মূলক কর্মসূচি চালায়।

এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত এম টি পি এস চিপ জেনারেল ম্যানেজার পি.পি.সাহ সি আই এস এফের প্রশংসা করে বলেন যে সি আই এস এফ সুরক্ষা শাখা অত্যন্ত সতর্কতার সাথে প্লান্টের নিরাপত্তা প্রদান করছে। ফায়ার উইং কর্মীরা যেকোনো অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সর্বদা প্রস্তুত, তাদের প্রস্তুতির কারণেই আমাদের প্ল্যানটি নিরাপদ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ